Skip to content

৭ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে গ্রামি নমিনেশন পেলেন যে ২ নারী

বাংলাদেশি কণ্ঠশিল্পী-গীতিকার আরমিন মুসা ও তার মা নজরুলসংগীতশিল্পী অধ্যাপক ড. নাশিদ কামাল বুধবার সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের ক্যাটাগরিতে ৬৫তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।তারাই প্রথম বাংলাদেশি, যারা বিশ্বের সবচেয়ে বড় এই মিউজিক্যাল অ্যাওয়ার্ড পেয়েছেন।

মা-মেয়ের জুটির গান ‘জাগো পিয়া’র জন্য এ মনোনয়ন পান তারা। এই গানটি বার্কলে ইন্ডিয়ান অনসম্বলের ‘শুরুয়াত’–এর ১০টি গানের মধ্যে এটি একটি। নাশিদ কামালের কথায় নিজের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তার মেয়ে, যুক্তরাষ্ট্রের বার্কলে কলেজ অব মিউজিকের প্রাক্তন শিক্ষার্থী আরমিন মুসা।

সনি মিউজিকের পরিবেশনায় চলতি বছরের জুলাইয়ে প্রকাশিত এ অ্যালবামে ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশের মতো নামি সুরকার–শিল্পীদের ১০টি গান রয়েছে। আরমিনের সঙ্গে বিশ্বের ১৭টি দেশের শিল্পী, যন্ত্রশিল্পী ও কলাকুশলীরা ‘জাগো পিয়া’ গানে কাজ করেছেন।

যুক্তরাষ্ট্রের সংগীত জগতের শীর্ষ পুরস্কার গ্র্যামি। গ্র্যামোফোন অ্যাওয়ার্ড নামে এই পুরস্কারের প্রবর্তন হলেও এখন তা গ্র্যামি নামেই পরিচিত। বছরের সেরা তিন অ্যাওয়ার্ডের একটি হচ্ছে গ্র্যামি। গ্রামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশকে তুলে ধরবেন এই মা-মেয়ে। তাই তাদের প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ