Skip to content

২১শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নেমন্ত

আসলে দেশে হেমন্ত
লাগে কেমন কেমন তো,
সোনার ধানে ভরলে গোলা
এসো তুমি, নেমন্ত।

আতব চালের গরম ভাতে
কাতল মাছের মাথা –
খেতে এসো, কুঁড়েঘরে
দস্তর-আসন পাতা।

খুব সকালে শিশিরজলে
ভিজবে যখন পা,
বলবে তুমি – বাহ্ কী দারুণ
আর তো যাবো না।

আমার তখন আউলাবাউল
হবে এ মন তো,
নবান্ন উৎসবের কালে
তোমায় নেমন্ত।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ