ঝড়
তোমায় একটা বৃষ্টি দেব
আমায় দিও ঝড়
তোমার কেউ আপন হলে
আমি না হয় পর
তোমায় একটা শিকড় দেব
আমায় দিও গাছ
জলে তুমি জ্যোস্না নিও
সাঁতার কাটি মাছ
সে সব দিন থাকলে থাকুক
যাব যখন মরে
তোমার গলার স্মৃতির হার
ভিন্ন কারো অক্ষরে
একটা নদী বইয়ে দেব
আমায় দিও কূল
হারিয়ে গেলে চিতার ওপর
রেখো না হয় ফুল।