Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশীয় পণ্যের কেনাকাটার উৎসব উই কালারফুল ফেস্ট ২০২২ হবে ৩০-৩১শে মার্চ

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর আয়োজনে প্রতিবছরের মত এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে "উই কালারফুল ফেস্ট ২০২২"। 
 
৩০ ও ৩১ শে মার্চ ম্যারিয়ট কনভেনশন সেন্টার ধানমন্ডিতে মোট ৮৮টি উদ্যোক্তা প্রতিষ্ঠান স্টল নিয়েছে। পুরো আয়োজনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে দারাজ বাংলাদেশ লিমিটেড, বেঙ্গল ডায়মন্ড, ফুডপান্ডা।
 
দুদিনের আয়োজনে একই সাথে চলবে উদ্যোক্তাদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, দুদিনের বেশ কয়েকটি পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি, প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ।  পুরো আয়োজনের নানা পর্বে অতিথি হিসেবে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করবেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী,  জুনাইদ আহমেদ পলক এমপি।
 
আয়োজকদের সাথে কথা বলে জানা গিয়েছে, এবারের কালারফুল ফেস্টে দেশীয় পণ্যের উদ্যোক্তাদের সুবৃহৎ এই সংগঠনের উদ্যোক্তারা খাবার, মশলা, পোশাক গহনা সব দেশীয় পণ্যের পসরা সাজাবে। উই প্যাভিলিয়নে কো-ওয়ার্কিং স্পেস দ্যা হাইভে রেজিস্ট্রেশন উইথ ক্যাশ পেমেন্টে ছাড় থাকবে। এছাড়া ফেস্ট উপলক্ষ্যে উদ্যোক্তারা তাদের স্টলে আকর্ষনীয় মূল্যছাড় দিবেন। উদ্যোক্তাদের শিশুদের জন্যেও রয়েছে চমৎকার একটি আয়োজন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতার পর্বও থাকবে আয়োজনটিতে।
 
আয়োজনটিতে আসতে নিচের গুগল ফরমটি পূরণ করতে হবে- 
 
 
উই কালারফুল ফেস্ট নিয়ে উই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন," প্রতিবছর আমাদের উদ্যোক্তারা এই উৎসবের জন্য অপেক্ষা করেন। আমরা এবারের আয়োজনটা রাঙ্গাতে চাই আরো বর্ণিলভাবে। দেশীয় পণ্যের সবচেয়ে বড় উৎসব হতে যাচ্ছে এবারের ফেস্ট। সারা ঢাকাবাসীকে আমন্ত্রণ আয়োজনে অংশ নেওয়ার।"
 
 
 
ডাউনলোড করুন অনন্যা অ্যাপ