সবাই সবার জন্য

নিজের কথা ভাবে সদা
স্বার্থ-বাদী লোক
পৃথিবীটা গোল্লায় যাক ভাই
আমার মঙ্গল হোক।
স্বার্থের জন্য নিজের রক্ত
বলে তুমি পর
বিপদ দেখলে বলে তখন
দূরে যা তুই, সর।
সৃষ্টির সেরা মানুষ তুমি
বিবেক, বুদ্ধি আছে
অন্যের বিপদ দেখলে তুমি
ক্যামনে থাকো পিছে!
মানুষ আমরা, পশু নই ভাই
সবাই সবার জন্য
বিপদ দেখলে এগিয়ে যাই
নিজকে করি ধন্য।