রক্তে লেখা নাম
সন্তান হারা জননীর অশ্রু,
শূন্য হয়েছে বুক
ধর্ষিতা হয়েছে নারী ও শিশু,
কেড়ে নিয়েছে সুখ।
যুদ্ধ করেই মুক্ত হয়েছি
স্বাধীন হয়েছে দেশ
ছিনিয়ে এনেছি বিজয় তবু
ক্ষতটাও আছে বেশ।
শত্রুর বিরুদ্ধে লড়াই করে
করেছি পরাজিত
দেশ ত্যাগে তারা বাধ্য হয়েছে
হয়েছে লজ্জিত।
রক্ত দিয়ে লিখেয়ে নিয়েছি
বাংলাদেশের নাম
স্বাধীন হয়ে বিশ্বের দরবারে
কুড়িয়েছি সুনাম।
যোগ বিয়োগ করে দেখি
যুদ্ধের অবশেষ
ত্রিশ লক্ষ শহীদের সমান
আমার বাংলাদেশ।
শ্রদ্ধা জানাই স্বাধীনতা যুদ্ধে
অংশ নিয়েছে যারা
আছে যতদিন পৃথিবীর আলো
অমর হবেন তাঁরা।