Skip to content

২৬শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | সোমবার | ১১ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

জাপানে বাড়ছে আত্মহত্যার হার, বেশিরভাগই নারী

মানসিক অবসাদ থেকে আত্মহত্যার দিকে ঝুঁকি বাড়ছে জাপানে। বেশির ভাগ আত্মহত্যাকারী নারী।

 

করোনার কারণে সারা বিশ্বের মত জাপানেও অর্থনীতির চাকা প্রায় থেমে আছে। চাকরি থেকে ছাটাই করা হয়েছে অনেক কে, অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। এতে করে বেশির ভাগ মানুষ ভুগছেন দারিদ্র্যতায়। তৈরি হচ্ছে মানসিক অবসাদ, দুশ্চিন্তা। মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। যা থেকে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

 

জাপান সরকারের প্রকাশিত তথ্য মতে, জাপানে সারা বছর করোনায় যত মৃত্যু হয়েছে, শুধু অক্টোবর মাসেই তার থেকে বেশি মৃত্যু হয়েছে আত্মহত্যার কারণে। 

ন্যাশনাল পুলিশ এজেন্সির পরিসংখ্যান অনুযায়ী, 

অক্টোবরে জাপানে আত্মহত্যা করেছেন ২১৫৩ জন। আর সারাবছরে করোনায় মারা গেছে ২১১৯ জন। 

 

অন্যান্য দেশের তুলনায় জাপানে আত্মহত্যার সংখ্যা তুলনামূলক বেশি। করোনার ধাক্কায় এই সংখ্যা আরো বেড়েছে। এমনকি পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা অধিক৷ যেখানে পুরুষদের আত্মহত্যার হার ২২ শতাংশ। সেখানে নারীদের ৮৩ শতাংশ। 

 

বিশেষজ্ঞদের মতে জাপানে হোটেল, খাবার সরবরাহ, খুচরা শিল্পে নারীদের অংশগ্রহণ বেশি। আর করোনায় বিপুল ছাঁটাই হয়েছে এই সেক্টর গুলোতে। 

জাপানে নারীদের গুরুত্ব সবসময়ই কম। কঠিন পরিস্থিতিতে দুর্বলদের উপরই আঁচ আসে সবার প্রথমে। সম্ভবত এ কারনেই নারীদের আত্মহত্যার হার এত বাড়ছে।