Skip to content

১৩ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

একটু উষ্ণতার খোঁজে…

একটু উষ্ণতার খোঁজে…
সুদূর সাইবেরিয়া থেকে ছুটে আসে বালিহাঁস
কিংকর্তব্যবিমূঢ় আমি –
কুয়াশার চাদর জড়িয়ে গায়ে মাখি শীতের তীব্রতা
আদরে গদগদ হয়ে –
কবে একবার বলেছিলে –
শীতে পুড়ে যাওয়া ঠোঁট বড্ড ভালোবাসো
তামাটে ঠোঁটের অপেক্ষা বড্ড পুড়ায় তোমাকে
সেই থেকে অদ্যবধি পুড়ে যাচ্ছি শীতের উষ্ণতায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ