শরতের ক্যানভাসে

নদীতীরে কাশবনে কোন ছবি দোলে রে
পরিপাটি সাদা কেশে কার মন ভোলে রে?
ওড়ে কোন সাদা পরী আকাশের কিনারে
কোন পাখি খেলা করে মেঘেদের মিনারে?
শেফালির সাদা দিল খিলখিল হাসে রে
কার চোখে সেই হাসি ছবি হয়ে ভাসে রে?
জোছনার সাদা শাড়ি পরে কোন জোনাকি
রেশমের সুতো দিয়ে সেই শাড়ি বোনা কি?
রূপকথা চুপ করে কার মনে বসে রে
কোন কবি সেই ছবি কবিতায় চষে রে?
নীল ছোঁয়া সাদা মেঘে কি মধুর খেলা রে
খেয়াপাড়ে বসে দেখে কেটে যায় বেলা রে।
দুপুরের রোদ খেয়ে তাল পাকে গরমে
হাঁটাপথে ওঠে কার পিপাসাটা চরমে?
শরতের ক্যানভাসে আঁকা এই ছবিটা
দূর থেকে দেখে হাসে প্রভাতিয়া রবিটা।