স্বপ্নের মতো ভালো থেকো
আমি স্বপ্ন দেখি
তোমাকে নিয়ে আকাশ ছোঁয়ার
আমি স্বপ্ন দেখি
তোমায় নিয়ে রাতে-দিনে, ঘুমিয়ে বা জেগে থেকে
তুমি আমার সাথে জড়িয়ে থাকো
ছায়ার মতো আষ্টেপৃষ্ঠে অষ্টপ্রহর জুড়ে-
ঠিক গাছে যেমন লতাকে জড়িয়ে থাকে।
স্বপ্ন নিয়েই মানুষ বাঁচে, আমিও বেঁচে আছি
তোমাকে নিবিড় করে পাওয়ার আশায়।
তোমাকে ভাবতে গিয়ে ঘুমিয়ে যাই
ঘুমের মাঝে স্বপ্ন আসে, স্বপ্ন এলে তুমি আসো।
তুমি আর স্বপ্ন তখন খুব আপন মনে হয়।
একদিন আমাকে বললে,
আমাকে নিয়ে এত স্বপ্ন দেখ তুমি?
হঠাৎ যদি হারিয়ে যাই, তখন কি করবে?
যদি আমি আকাশ হয়ে যাই কিংবা নদী অথবা গতি।
আমি বললাম, তুমি আকাশ হলে
আমি জেগে থাকা চাঁদ হবো।
তুমি নদী হলে আমি হবো হঠাৎ জেগে উঠা চর
আর তুমি গতি হলে আমি হবো অনন্ত পথ।
তুমি ভালো থেকো খুব ভালো
যেমনটা ভালো থেকো তুমি আমার স্বপ্নে।