রানি অব ঝাঁসি রেজিমেন্ট
নেতাজি কি যুদ্ধের ময়দানে নারীদের কৌশল হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন ?
না, নেতাজি ঝাঁসির রানী রেজিমেন্টকে কৌশল হিসেবে ব্যবহার করতে চাননিl
বরং নেতাজি চেয়েছিলেন, নারীরা নিজেরাই তৈরি করে নিক নিজেদের রণকৌশলl
নেতাজি জানতেন, পুরুষেরা যদি সৈনিক হতে পারে
নারীরাও পারেl
নেতাজি জানতেন, পুরুষের মধ্যে যদি আত্মবলিদানের মানসিকতা থাকে
নারীর মধ্যেও আছেl
দেশ একটি সন্তান, সেই মুমূর্ষু সন্তানকে বাঁচাতে আত্মবলিদানl
দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে
একদল মেয়ে, একদল মা লম্বা চুল ছেঁটে ফেলে, কানের দুল, গলার মালা খুলে ফেলে ফৌজির উর্দি পরে নিতে পারেl
রান্নার চামচি ধরা হাতে অস্ত্রও তুলে নিতে পারেl
নারী ক্ষমতার মূল্যায়ন করতে তখনো শিখে ওঠেনি দেশl
পর্দা প্রথা, গৃহ কোন ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শেখেনি গোটা পৃথিবীর অনেক দেশের নারীl
ঠিক তেমন, ঠিক তেমনই একটা সময়ে
নেতাজির ওপরে একটা পুরুষ শরীর
ভেতরে মায়া-মমতা-ভালবাসা যুক্ত স্বাধীনতা প্রত্যাশী এক নারী মনl
নারী শরীরের ভেতরে শত শত তথাকথিত ঘুমন্ত পুরুষ সিংহকে জাগিয়ে তুলতে পেরেছিলেনl
দেশকে মুক্ত করার জন্য নারী পুরুষ বিভাজন না-করে
স্বপ্ন দেখেছিলেন ধর্ম বর্ণ লিঙ্গ পরিচয়হীন এক সাম্যবাদী সমাজব্যবস্থারl