Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চুলের যত্নে ডিমের তেল

চুল পড়ার সমস্যা প্রায় সকলেরই থাকে। এই সমস্যা থেকে রেহাই পেতে কত তেলই তো ব্যবহার করে থাকেন। নারিকেল তেল, বাদামের তেল, তিলের তেল নানারকম চুলের প্যাক। তারপরও ঠিক সেরে উঠছে না চুল পড়ার এই সমস্যা। কিংবা দূর হচ্ছে না চুলের খুশকি। টেনশন তো হচ্ছেই কি করে চুল রক্ষা করবেন। তবে এবার ট্রাই করে দেখা যাক নতুন কিছু। আর এই নতুন উপকরণটি হচ্ছে ডিমের তেল।  

 

ডিমের কুসুম থেকে তৈরি করা হয় এই তেল। ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলে ভরপুর এই তেল চুল এবং চামড়ার যত্নে কাজ করে দুর্দান্ত। এতে মাথার তালুর চামড়া শুষ্ক হয়ে যে খুশকির সমস্যা দেখা দেয়, তা দ্রুত সমাধান করতে বেশ কার্যকরী ভূমিকা রাখে এই তেল। 

 

এতে রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড। যা চুল পড়ার সমস্যা অনেকটাই কমিয়ে আনে। এছাড়াও এতে রক্ত চলাচল স্বাভাবিক হয়, নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। এমনকি ডিমে উপস্থিত কোলেস্টেরল চুল মসৃণ করতেও সাহায্য করে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ