ফ্যাশন হাউজের পাশে দেবিনা
করোনায় প্রায় সব খাতেরই কিছু না কিছু ক্ষতি হয়েছে। দীর্ঘ লকডাউনে এই ক্ষতির কাতারে পড়েছে ফ্যাশন হাউজ গুলোও। তাই এবার মুম্বাইয়ের ক্ষতিগ্রস্ত আঞ্চলিক শিল্পীদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়।
সেসব ফটো তিনি তার সোশ্যাল মিডিয়ায় বিক্রেতার সমস্ত তথ্যসহ প্রচার করবেন। এবিষয়ে তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানান, রেড কার্পেট থেকে বিমানবন্দরের সাধারণ পোশাক সবটাই তৈরি করবে শিল্পীরা। মোটকথা তারকাদের সাজিয়ে তোলেন ফ্যাশন ইন্ডাস্ট্রি৷ আর এই মহামারীর সময়ে এসব ফ্যাশন হাউজের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য।
আর সে লক্ষ্যেই দেবিনার এমন উদ্যোগ। দেবিনা 'মহাভারত' ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। এরপর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
শিল্পীদের পাশে দাঁড়ানো ছাড়াও এর আগে তিনি সেবামূলক কাজে এগিয়ে এসেছেন। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর প্লাজমা ডোনেট করেছেন। করোনার টিকা গ্রহণ করে ভিডিওর মাধ্যমে মানুষকে করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করেন।