সেলফি তুলতে চেয়ে চুমু খেয়ে বসলেন আরশি ভক্ত!
খ্যাতি বিড়ম্বনা একটা বিষয় তো থেকেই যায়। সেলিব্রিটিদের নানাভাবে নানা পরিস্থিতিতে এ বিষয়টির সম্মুখীন হতেও হয়। বলিউডের জনপ্রিয় তারকা আরশি খানের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক ভক্ত তার সাথে ছবি তুলতে এসে তার হাতে চুমু খেয়ে বসেন।
স্বাভাবিকভাবেই সেলিব্রিটিদের সাথে ভক্তরা দেখা হলে ছবি তুলতে চায়। সে কারণে মুম্বাইয়ের বিমানবন্দরে বাকিদের মত আরশি খানও এক ভক্তের আবদার রাখতে ছবি তোলেন। কিন্তু ছবি তোলার পর আরশি যখন সাংবাদিকদের সাথে কথা বলতে আসেন তখন সে যুবক হঠাৎ করেই তার হাত টেনে ধরে চুমু খেয়ে বসেন।
এতে আরশি অপ্রস্তুত হয়ে গেলেও এমন হতেই পারে বলে বিষয়টিকে সহজ করে দেন৷ কিন্তু পুরো ঘটনাটির ভিডিও পরবর্তীতে ইনস্টাগ্রামে 'ভাইরাল ভিয়ানি' নামের একটি পেইজ থেকে শেয়ার করা হলে সেটা ভাইরাল হয়ে যায়৷
সম্প্রতি বিগবস ১৪ তে গিয়ে শো জিততে না পারলেও আরশি খানের জনপ্রিয়তা আরো বেড়ে যায়। মডেলিং, মিউজিক ভিডিও ছাড়াও তিনি কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন। জনপ্রিয় এই সমালোচিত মডেলের ভাইরাল হওয়া সেই চুমুর ভিডিও আবারো সমালোচনায় এনে দিয়েছে তাকে।