Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট

নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট হওয়ার গৌরব অর্জন করলেন কুমিল্লার মেয়ে ফজিলাতুন নেসা। বর্তমানে তিনি  পুলিশ সার্ভিস এরিয়া ফোরে কর্মরত আছেন।

 

আজ নিউইয়র্ক পুলিশ বিভাগের ইনস্টাগ্রাম ও ফেসবুকের অফিসিয়াল অ্যাকাউন্টে খবরটি শেয়ার করা হয়েছে। ফজিলাতুন নেছাকে অনেকে পোস্টের মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন।

ফজিলাতুন নেছা ২১ বছর বয়সে বাংলাদেশ থেকে আমেরিকায় অভিবাসী হিসেবে পাড়ি জমান। এরপর ইংরেজি বিষয়ে পড়াশোনা ও চাকরি দুটোই সমানতালে সামলেছেন। তিনি ২০১২ সালে যোগ দেন পুলিশে। 

 

গত বছরের ফেব্রুয়ারিতে তিনি এক নারীকে ছাদ থেকে লাফ দেওয়া থেকে রক্ষা করেন। তিনি চাকরিতে নির্ভীকতা দেখিয়ে অর্জন করেন মর্যাদাসম্পন্ন সেঞ্চুরিয়ন অ্যাওয়ার্ড।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ