কিংবদন্তির বিদায়ের এক বছর
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী জনপ্রিয় অভিনেতা ইরফান খানের প্রথম মৃত্যু বার্ষিকী আজ। ২০২০ সালের ২৯ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইরফান খান দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ২০২০ সালে ২৮ এপ্রিল কোলন ইনফেকশন সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তিনি অসংখ্য সিনেমায় তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন। শুধু হিন্দি ভাষা নয় তিনি বিশ্বের নানান ভাষার ছবিতে অভিনয় করেছেন।
হলিউডের অস্কারজয়ী সিনেমা ‘লাইফ অফ পাই’য়ে অভিনয় করেন ইরফান খান। তিনি বাংলাদেশি সিনেমাতেও অভিনয় করেছেন। ২০১৭ সালের ২৭ অক্টোবর মুক্তিপ্রাপ্ত মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেন ইরফান খান।
অভিনয় দক্ষতা দিয়ে তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। তাই তিনি মৃত্যুর পরও বেঁচে আছেন কোটি ভক্তের মনের মণিকোঠায়।