গর্ভবতী হয়েও তায়কোয়ান্দে স্বর্ণ জয়!
নাইজেরিয়াতে চলমান ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভালে সবাইকে অবাক করেছে এক নারী অ্যাথলিট। টুর্নামেন্টর তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গর্ভবতী এক নারী অ্যাথলিট। শুধু তাই নয় সবাইকে অবাক করে জিতেছেন স্বর্ণ পদকও।
এমন অসাধ্য সাধন করেছেন আমিনাত ইদ্রিস নামের ২৬ বছর বয়সী এই অ্যাথলিট। ৮ মাসের গর্ভবতী হয়েও শুধুমাত্র মনের তীব্র ইচ্ছা ও সাহসের সাথে অংশ গ্রহণ করে তায়কোয়ান্দো। আর তাতেই বাজিমাত, গর্ভবতী হয়েও জয় করেন স্বর্ণ পদক।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই অর্জন সম্পর্কে আমিনাত বলেন এটা আমার জন্য দারুণ এক অর্জন। কয়েকদিন অনুশীলন করার পরই আমি ঠিক করে ফেলি যে, আমি পারব এবং এতে অংশ নিব। গোল্ড মেডেল জিতে আমার খুবই ভাল লাগছে।
ইচ্ছা শক্তি দিয়ে যে সবকিছু জয় করা সম্ভব, তা আবারো আবার প্রমাণ করলেন আমিনাত ইদ্রিস। ইতিমধ্যে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।