করোনা পজিটিভ তসলিমা নাসরিন
আলোচনা সমালোচনার মধ্যে বিস্তর জায়গা নিয়ে থাকা তসলিমা নাসরিন করোনা আক্রান্ত হয়ে লড়ছেন জীবনের সাথে।
সব ইস্যুতে নিজের মতামত জানিয়ে সবসময় সক্রিয় থাকেন এই নারীবাদী লেখিকা। কিন্তু বেশ কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তার তেমন আনাগোনা দেখা যায়না। যা তার ভক্ত মহলে কিছু উৎকণ্ঠা সৃষ্টি করে। অবশেষে ০৯ ই মে রবিবার তিনি জানান তিনি করোনা আক্রান্ত হয়ে ভুগছেন। তবে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তার তেমন কিছু নেই বলেও জানান তিনি। কেননা তিনি ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানান।
এ বিষয়ে তসলিমা নাসরিন নিজেকে দুর্ভাগা বলে একটি ফেইসবুক পোস্ট দেন। যার মূলকথা ছিল গত একবছরে তিনি একবারো বাসা থেকে বেরোননি, কাউকে বাসায় আসতেও দেননি। মাস দুয়েক আগে করোনার টিকা নিতে একবার বেরিয়েছিলেন।
তিনি মনে করেন, টিকা নিয়েছিলেন বলেই শরীরে কিছুটা এন্টিবডি তৈরি হয়েছে যা তাকে এ যাত্রায় বাঁচিয়ে দেবে হয়তো।