Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক্সিলেন্স বাংলাদেশ আয়োজিত উইমেন্স ডে স্পেশাল ওয়েবিনার

আন্তর্জাতিক নারী দিবসে দেশের কর্পোরেট স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এক্সিলেন্স বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে "উইমেন্স ডে স্পেশাল ওয়েবিনার" এর। উক্ত ওয়েবিনারে যুক্ত হবেন দেশের বেশ কিছু সুপরিচিত নারী কর্পোরেট ব্যক্তিত্ব।

এক্সিলেন্স বাংলাদেশ দেশের স্টুডেন্টদের নিয়ে বেশ কয়েক বছর কাজ করে যাচ্ছে।এর আগেও তারা কর্পোরেটে একজন নারী চলার পথে কি কি বিষয় খেয়াল রাখা উচিত শীর্ষক বেশ কিছু সেশনের আয়োজন করেছিলো। এছাড়াও প্রতিবছর শুধু নারীদের নিয়েই প্রতিষ্ঠানটি "সাহসী পথযাত্রা" নামে একটি সিগনেচার ইভেন্টের আয়োজন করে যেখানে দেশের বিভিন্ন সেক্টরের সফল নারীদেরকে আমন্ত্রণ জানানো হয় তাদের সফলতার গল্প দেশকে শোনানোর জন্য।

 

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ এর অধিক নারী শিক্ষার্থী ক্যাম্পাস এম্বাসেডর ও ক্যাম্পাস টিম মেম্বার হিসেবে যুক্ত আছে প্রতিষ্ঠানটিতে। মূলত তাদের জন্যই এক্সিলেন্স বাংলাদেশের আজকের এই ওয়েবিনারটি। দেশের কর্পোরেট সেক্টরের বিভিন্ন নারীরা শোনাবেন তাদের গল্প,কিভাবে সকল সামাজিক বাধা পেরিয়ে উপরে উঠতে হয় সেসব উপদেশ। 

 

আজ রাত ৯ টায় গুগল মিটের মাধ্যমে ওয়েবিনার টি পরিচালিত হবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ