বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম শুরু
টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক ছাড়িয়েছেন গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এবার ৩০০ উইকেট ছুঁতে দরকার শুধু ১ উইকেট। সেটি শিকার করতে পারলেই অনন্য রেকর্ডের রাজ্যে ঢুকে যাবেন সাকিব আল হাসান।
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন সাকিব। আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে লড়বে তার দল। আশা করা যায়, এ ম্যাচেই মাইলফলকটি ছুঁয়ে ফেলবেন তিনি।ইডেন গার্ডেনসে ব্যাট-বল হাতে সমান উজ্জ্বল ছিলেন সাকিব। দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে নেমে করেন ২১ বলে ২৭ রান। সেই সুবাদে ৪ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন বিশ্বসেরা অলরাউন্ডার। চমৎকার বোলিংয়ে ৪ ওভারে ২১ রান খরচায় নেন ২ উইকেট। ২৯৯ উইকেট নিয়ে এ মুহূর্তে অভিজাত এক ক্লাবে ঢোকার দ্বারপ্রান্তে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত মাত্র একজনই ৪ হাজার রান ও ৩০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন। তিনি ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৩৭৭ ম্যাচে তার রান ৫ হাজার ৫৮২। ঝুলিতে আছে ৪১৩ উইকেট। টি-টোয়েন্টিতে এ ক্যারিবিয়ানই সর্বোচ্চ উইকেট শিকারি।
অবশ্য ব্রাভোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে সাকিবের। এখন পর্যন্ত ২৫৭ ম্যাচ খেলেছেন তিনি। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাকে ছাড়িয়ে যাবেন টাইগার অলরাউন্ডার।