ফ্যাশনব্রান্ড সেলাই তে পালিত হলো নারী দিবস
জনপ্রিয় ফ্যাশনব্রান্ড সেলাই-এ পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। ব্রান্ডটি নারীদের মাঝে ব্যাপক জনপ্রিয় এবং প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মী কর্মরত আছেন। প্রতিবছরের মতো এবারও সেলাই বিশেষ আয়োজনের মাধ্যমে নারী দিবস উদযাপন করে, যেখানে ছিলো নারী কর্মীদের সম্মাননা এবং তাদের অনুপ্রেরণার গল্প।
সেলাই-এর প্রতিষ্ঠাতা রুবাবা আকতার বলেন, “নারীরা কেবল ক্রেতা নয়, আমাদের সাফল্যের অন্যতম প্রধান স্তম্ভ। সেলাই-এ আমরা সবসময় নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী এবং তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। নারী দিবস আমাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ, যেখানে আমরা আমাদের নারী কর্মীদের অবদানকে শ্রদ্ধা জানাই এবং তাদের সাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।”

অনুষ্ঠানে নারী কর্মীদের জন্য বিশেষ সেশনের আয়োজন করা হয়, যেখানে তাদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব গুণাবলির উপর আলোকপাত করা হয়। সেলাই-এর এই উদ্যোগটি কর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং নারী ক্ষমতায়নের পথে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সকলে।