Skip to content

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এই গরমে লিচি জুস

মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমি ফলেও আসে পরিবর্তন। আর এই মৌসুমে সবচেয়ে বেশি পাওয়া যায় লিচু। লিচু পছন্দ করে না, এমন মানুষ পাওয়া যাবে না। এই গরমে পান করতে পারেন লিচুর জুস। আর লিচুর জুস তৈরিতে আপনার খুব বেশি উপকরণ কিংবা খাটাখাটনিরও দরকার নেই।

উপকরণ
লিচু -১কাপ
চিনির সিরা – ১/৪ কাপ
লেবুর রস – ৩ চা চামচ
লবণ – ১ চিমটি
লেবু পাতা কুচি – সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী
প্রথমে লিচু ব্লেন্ড করে ছেকে নিন। এবার বাকি উপকরণ সব একসঙ্গে মিলিয়ে লেবুপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন লিচি জুস ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ