বেস্ট পিকচার’ বিভাগে জায়গা করে নিল বাংলা সিনেমা ‘পুতুল’
অস্কারের দৌড়ে ‘বেস্ট পিকচার’ বিভাগে জায়গা করে নিয়েছে ভারতীয় বাংলা ছবি ‘পুতুল’। এটি প্রথম বাংলা ছবি হিসেবে এই সম্মান অর্জন করেছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৩২৩টি চলচ্চিত্রের একটি তালিকা প্রকাশ করে। এর মধ্যে ‘বেস্ট পিকচার’ বিভাগে নির্বাচিত হয়েছে ২০৭টি ছবি। সেই তালিকায় ইন্দিরার ‘পুতুল’-এর নাম উজ্জ্বলভাবে উল্লেখিত হয়েছে।
এবারের বড় প্রশ্ন হলো, ‘পুতুল’ অস্কার ঘরে আনতে পারবে কি না। উল্লেখ্য, ৩২৩টি ছবির মধ্যে ২০৭টি ‘বেস্ট পিকচার’ বিভাগে মনোনয়নের জন্য লড়ছে।
এই তালিকায় আরও ৬টি ভারতীয় ছবিও রয়েছে। সেগুলো হলো ‘কাঙ্গুবা’, ‘আদুজীভিথাম—দ্য গোট লাইফ’, ‘সন্তোষ’, ‘স্বতন্ত্র বীর সাভারকর’, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ এবং ‘গার্লস উইল বি গার্লস’।
এর আগে ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’ অস্কারে প্রাথমিকভাবে মনোনীত হয়েছিল। গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী। তবে চূড়ান্ত তালিকায় জায়গা করতে পারেনি এটি। তবুও পরিচালক ইন্দিরার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, ‘ইতিহাস তৈরি করতে পেরেছি, সেটাই বড় প্রাপ্তি।’
‘পুতুল’ ছবির অস্কার তালিকায় স্থান পাওয়ার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে ইন্দিরা বলেন, ‘অস্কার কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার কাজ, আমার নির্দেশনা এবং লেখা মূল্যায়ন করার জন্য আমি কৃতজ্ঞ। বেস্ট পিকচার ক্যাটাগরিতে আমার ছবি প্রতিযোগিতা করছে—এটি গর্বের বিষয়। এছাড়া একাডেমির ওয়েবসাইটেও ছবিটি রয়েছে।’
আগামীকাল থেকে ৯৭তম অস্কারের ‘বেস্ট পিকচার’ বিভাগে মনোনয়নের জন্য ভোটগ্রহণ শুরু হবে। ১৭ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। অস্কারের আসর বসবে চলতি বছরের ২ মার্চ।