ভারতে ‘এল বিউটি অ্যাওয়ার্ড ২০২৪ ’–এর বিচারক এবার বাংলাদেশী মডেল
এল বিউটি অ্যাওয়ার্ড ভারতের ফ্যাশন ও বিউটির অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বলিউডের টপ তারকারা উপস্থিত থাকে এখানে। দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই, আলিয়া ভাট আরও অনেক তারকাই এই পুরস্কারে সম্মানিত হয়েছেন । এবছর ৮ অক্টোবর মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পুরস্কার প্রদর্শনী অনুষ্ঠানটি। যেখানে বিচারক প্যানেলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি মডেল ও স্থপতি সোবিয়া আমিন।
ফরাসি ফ্যাশন ও বিউটি ম্যাগাজিন এল এর ভারতীয় কর্তৃপক্ষ জুলাই মাসে সোবিয়ার সাথে যোগাযোগ করে এই দ্বায়িত্ব পালনের জন্য। মুম্বাইয়ের ওরলির ‘ইভ’ রেস্তোরাঁয় বিচারক প্যানেলের কয়েক দফা বৈঠক, আলোচনা ও নম্বর দেওয়ার মাধ্যমে বিচারকার্যটি সম্পন্ন হয়। সেসময় বাংলাদেশে ছাত্র–জনতার বিক্ষোভের কারণে ঢাকা থেকে অনলাইনেই সোবিয়া তার প্রতিবেদন জমা দেন। ৮ অক্টোবর আয়োজনের দিনও উপস্থিত থাকতে পারবেন না তিনি, থাকবেন যুক্তরাষ্ট্রে।
বিচারক প্যানেলে সোবিয়াসহ আরও ১১জন ছিলেন, ডার্মাটোলজিস্ট, ফ্যাশন–ফটোগ্রাফার, ইনফ্লুয়েন্সার, ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদক, কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও যোগব্যায়াম বিশেষজ্ঞ। সোবিয়া বিভিন্ন বিউটি ব্র্যান্ডের নতুন নতুন পণ্য যেগুলো বাজারে এসেছে, সেগুলোর মূল্যায়ন করেছেন। তার প্রতিবেদনের ওপর নির্ভর করে পুরস্কার দেওয়া হবে প্রতিশ্রুতিশীল বিউটি ব্র্যান্ডগুলোকে।
এ নিয়ে তিনি বলেন, ‘অনেক ব্র্যান্ড আছে যেগুলোর পণ্য খুব ভালো অথচ মার্কেটিংয়ে পিছিয়ে। তাই ব্র্যান্ড ভ্যালু সেভাবে তৈরি হয়নি। অবশ্য আমার সুবিধা হলো, ফ্যাশন ও বিউটি ইনফ্লুয়েন্সার হিসেবে এগুলোর প্রায় সবই আমি কমবেশি ব্যবহার করেছি। তাই কাজটা সহজ হয়ে গিয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি আসলে তখন দেশ নিয়ে খুবই চিন্তায় ছিলাম। মুম্বাইয়ে যাওয়া–না যাওয়া নিয়ে মোটেও ভাবিনি। আমাদের পরিস্থিতি বিবেচনায় ওরাও আমার প্রতি সহানুভূতিশীল ছিল। সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি।’
খুব কম বাংলাদেশী মডেল-ই রয়েছেন যারা আন্তর্জাতিক মডেলিং করছেন, সেখানে একটি নাম সোবিয়া আমিন। ইতালীর ‘ভোগ’ ম্যাগাজিনে ও ভারতীয় সংস্করণে তাঁর খ্যাত আছে। ‘ভোগ ভারত’–এর পক্ষ থেকে সম্মানজনক একটি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। এখন তিনি বাংলাদেশের মডেলিংকে পশ্চিমা বিশ্বের মডেলিং ইন্ডাস্ট্রিতে তুলে ধরতে চান।
সোবিয়া আমিন আমাদের দেশের একজন জনপ্রিয় মডেল, স্থপতি ও সৃজনশীল সোশ্যাল অ্যাকটিভিস্ট।ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার প্রায় ৩০ হাজার এবং টিকটকে তাঁকে অনুসরণ করে ৪৪ হাজারের বেশি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম দ্বারা বিভিন্ন সামাজিক সমস্যার বিষয় তুলে ধরেছেন। এর পাশাপাশি স্থাপত্যবিদ্যা ও মডেলিংয়ে বিশ্বখ্যাত অর্জন করেছেন নিজের মেধায়।