স্মৃতির শহর
এই যে আমার স্মৃতির শহর
কেটেছে তবুও বারো বছর,
শত গোধূলি পেরিয়ে সন্ধ্যা
অচেনা পাখি মিতালী প্রহর।
বেলা শেষে রাতের আঁধার
নিশি পেরিয়ে হবেই ভোর
শিশির ভেজা সবুজ পাতা
সৃষ্টির উল্লাসে ব্যস্তময় শহর।
গগনের রবি উদিত আকাশ
আলোর ছায়া নির্মল বাতাস,
ক্লান্ত প্রতীকের স্বস্তির নিঃশ্বাস
স্মৃতির শহরে সুখের অভিলাষ।