Skip to content

১১ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

মন ছুটে যায়

মন ছুটে যায় মেঠোপথে
যেথায় সুখের বাসা
মেঠো পথে ঘুরলে আমার
মিটে মনের আশা ।

মন ছুটে যায় নদীর বুকে
জেলেরা মাছ ধরে
বিশাল আকাশ দেখে আমার
আনন্দে মন ভরে ।

মন ছুটে যায় ধানক্ষেতে ভাই
কৃষক আছে কাজে
ইচ্ছে করে যাই হারিয়ে
প্রকৃতিরই মাঝে ।

মন ছুটে যায় চাঁদের কাছে
ছড়ায় রাতে আলো
তারাদের ওই হাসি বলো
কারনা লাগে ভালো ?

মন ছুটে যায় পাখির নীড়ে
কিংবা ফুলের বাগে
প্রজাপতির বন্ধু হতে
ইচ্ছে মনে জাগে ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ