বদলে যাওয়া চৈত্র
চৈত্রের দিন আগের মতো
নেই যে আর এখন,
রাত-দুপুরে ঝড় বৃষ্টি
হচ্ছে প্রতিক্ষণ।
কুয়াশা ভেজা সকাল দেখে
মনে হয় শীতকাল,
কৃষ্ণচুড়ার ফুলগুলো
হয়েছে আজ আড়াল।
রোদের তেজও কমে গেছে
সকাল সাঁঝে শীত,
মন ভরে গায়না কোকিল
বসন্তের সে গীত।
বদলে যাওয়া ঋতু দেখে
সবারই সংশয়,
আবহাওয়ার এ বদলে
সব মানুষের ভয়।