হৈমন্তিক গেরস্থালি
আমাদের দুয়ারে হেমন্ত এলে
খলখল করে হাসে আমাদের উদোম উঠোন
বাবার তামাটে বাহু জুড়ে হাসে দুপুরের সোনা রোদ
বাতাসে ওড়ে বেড়ায় লাস্যময়ী তরুণীর ঘর বাঁধার স্বপ্ন।
হেমন্ত এলে উনুন ঘরে মায়ের নাক চুইয়ে ঘাম ঝরে
শুনেছি- কারো নাক ঘামলে নাকি সোয়ামি ঢের আদর করে!
আমাদের গোলায় সোনার ধান উঠলে
নতুন বউয়ের মত আদর পায়
ঘর পায় উঠোন পায়
টনটনা রোদ পায়
কৃষাণীর কোমল হাত পায়
আমাদের পাত পায়
হেমন্তে আমাদের গরম ভাতের প্লেট জুড়ে সুখ হাসে
হেমন্তে আমাদের ঘরে জ্যামিতিক হারে প্রেম আসে।