মহালয়া
শরীরে কাঁটা দিয়ে উঠছে ভোর
চামর দোলানোর মত দুলছে কাশফুল
নদীর জল, কলকল, এপার থেকে বয়ে যাচ্ছে ওপারে
যেন মৃত মানুষের নাভি কাঁটাতার ডিঙিয়ে ভেসে যাচ্ছে।
ধুনুচি জ্বালিয়ে ঠাকুমা,ধোঁয়ার গন্ধ ছড়িয়ে দিচ্ছে চারিদিকে
একী স্বপ্ন! নাকি মায়া! নাকি মন্ত্র!
ঘুম ঘুম, ঘুম ভাঙা শীতলপাটিতে মোড়া
পাখির ছানার চোখ, জানালা দিয়ে আকাশে মুখ
রাত আর দিন, দিন আর রাত মালার মত গাঁথা
মিলন মুহূর্তে,জ্বলছে ফুলকি।
জলদগম্ভীর মন্ত্র, বীরেন্দ্রকৃষ্ণ ভোর
আকাশবাণী রেডিও তরঙ্গ মিলিয়ে দিচ্ছে অপার বাংলা।
অনন্যা/এসএএস