লাক্সারি ইন্টেরিয়র এবং এহসান গ্রুপ অব কোম্পানিজ এর মধ্যকার চুক্তি সম্পন্ন!
লাক্সারি ইন্টেরিয়র এর সাথে এহসান গ্রুপ অব কোম্পানিজ এর চুক্তি সম্পন্ন হলো! গুলশানে এহসান গ্রুপ অব কোম্পানিজ এর প্রধান কার্যালয়ে এই চুক্তি সাক্ষর প্রোগ্রামের আয়োজন হয়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের ইন্টেরিয়র ডিজাইন ও ডেকোরেশন পুরো প্রজেক্টের দায়িত্বে থাকবে লাক্সারি ইন্টেরিয়র!
এহসান গ্রুপ অব কোম্পানিজ এর কর্ণধার ফারদিন এহসান বলেন, " লাক্সারি ইন্টেরিয়র অনেকদিন ধরেই ইন্টেরিয়র ডেকোরেশন এন্ড ডিজাইনিং এর কাজ করে আসছে। তারা বেশ অভিজ্ঞ। সে জায়গা থেকেই মুলত আমাদের পুরো প্রজেক্টের ইন্টেরিয়র ডেকোরেশন এর প্রজেক্টের প্লানিং এবং এক্সিকিউশন এর কাজটি তাদেরকে দিতে ভরসা পেয়েছি!"
আয়োজনে লাক্সারি ইন্টেরিয়র এর সিইও আমির হোসাইন তুষার বলেন, " এহসান গ্রুপ দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী। তাদের সাথে যুক্ত হতে পেরে লাক্সারি ইন্টেরিয়র গর্বিত!"