Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চৈত্র মাস

ফাগুন শেষে চৈত্র এসে
রৌদ্র রাখে বাঁধিয়ে,
ছাতা মাথায় উদাস পথিক
হাঁটে দ্রুত পা দিয়ে।

গাঢ় সবুজ ধানের ক্ষেতে
বাতাস নাচে সু-ছন্দে,
মিষ্টি ফুলের সুবাস পেয়ে
হাসে হৃদয় আনন্দে।

ফুলে ফুলে অলি-ভ্রমর
ঘুরে মধু পান করে,
সকাল-বিকাল পাখপাখালি
মধুর সুরে গান করে।

গাছে গাছে নতুন পাতা
দেয় শোভা তার বাড়িয়ে,
চৈত্রমাসের বসন্তরূপ
ফাগুনকে যায় ছাড়িয়ে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ