ছড়ার প্রেমে
ছন্দ ছড়া ভালোবাসি
লিখতে মজা পাই
ছড়ার তরে কাজ করে যাই
শোনেন ওহে ভাই।
খাওয়া নাওয়া বন্ধ আমার
এমন ফাঁকে হয়
ছন্দ আমার মিল করা চাই
মনে আশা রয়।
এমন দেখে মাগো আমার
বলছে লেখা থাক
শরীরটা তোর হচ্ছে খারাপ
দিচ্ছে আমায় হাঁক।
চুপটি করে তবু লিখি
মনে সুখের বান
ছন্দ ছড়া ভালোবাসি
মনে ছড়ার টান।
তাইতো বলি ছড়া আমার
সুখের সাথী আজ
লিখলে ছড়া এই যে মনে
আসে অনেক সাজ।