Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নারী দাবায় জান্নাতুলের শিরোপা জয়

৪০তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২১ এর শিরোপা জিতেছেন জান্নাতুল ফেরদৌস। একই সাথে তিনি মাত্র ১৬  বছর বয়সে এ শিরোপা জিতে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়েছেন। তিনি টেক্কা দিয়েছেন ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ, ফিদে মাস্টার নাজরানা খানের মতো দাবাড়ুদের।

চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। ১১ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেট মাস্টার জান্নাত শিরোপা জয় করেন। ক্যান্ডিডেট মাস্টার জান্নাত, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা প্রত্যেকেই ১১ খেলায় সাড়ে আট পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতিতে এদের স্থান নির্ধারণ করা হয়। টাইব্রেকিংয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাত চ্যাম্পিয়ন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা রানার-আপ, আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন তৃতীয় ও মহিলা ফিদে মাস্টার ইভা চতুর্থ হন।

আর এদিকে মেয়েদের জাতীয় দাবার রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন নারী ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ সাড়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ২০তম হয়েছেন।

 

একাদশ বা শেষ রাউন্ডের শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাত মহিলা ফিদে মাস্টার ইভার সাথে ড্র করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন মহিলা ফিদে মাস্টার নোশিনকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আলোকে, জারিন দিবাকে, প্রতিভা ঠাকুর জানিয়া হককে, জান্নাতুল ইয়ন সরকারকে ও ওয়াদিফা আফরিন জাহান মুনিয়াকে পরাজিত করেন।

করোনার কারণে ২০২০ সালে জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের আসর বসেনি। সর্বশেষ এ আসর বসেছিলো ২০১৯ সালে। ১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এবারের জাতীয় মহিলা দাবায় রেকর্ড সংখ্যক ৯৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ