নতুন বইয়ের আনন্দ
নতুন বইয়ের নতুন পড়া
সব-ই যেনো মধু ভরা
নতুন বইয়ের নতুন গন্ধে
খোকা খুকু রয় আনন্দে।
ছন্দে ছড়ায় মন ভরে রয়
আনন্দটা বেশ করা হয়
কখনো বা আঁকাআঁকি
খোকা খুকু দেয়না ফাঁকি।
প্রতিদিন-ই নতুন শেখা
নতুন করে বিশ্ব দেখা
নতুন জিনিস শেখায় গুরু
নতুন করে বিশ্ব পুরো।
নাওয়াখাওয়া সব-ই ভুলে
খোকা খুকু যায় ইস্কুলে
নতুন শেখায় দিন কেটে যায়
মনটা মাতে পাগলা হাওয়ায়।
নতুন বইয়ের গন্ধ মেখে
নতুন দিনের স্বপ্ন দেখে
হাসিখুশি খেলার ছলে
মনের দুঃখ যায় যে চলে।