বিজয়ের গান
বিজয় নিশান উড়ছে দেখো
বাংলার আকাশ পানে
চারদিকে তাই মুখরিত
মুক্তি সেনার গানে!
বাংলা মা'য়ের দামাল ছেলে
দিলো তাঁদের প্রাণটা
ইতিহাসের পাতায় পাতায়
লেখা হলো নামটা।
আমার দেশে আমি স্বাধীন
দেখতে চাইলো শেষটা,
হাজার ত্যাগের বিনিময়ে
স্বাধীন হলো দেশটা।