Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরুদ্দেশ এক টিয়ে

সাতনলাটির শাসন-গুলি
এবং লাঠিসোঁটা,
সাতসতিনের সংসারেতে
আমার বেড়ে ওঠা।

 

সাতপুরুষে যা শিখেনি
সেটিই আমার শেখা,
সাতটা হলেই বারো বাজে
কপালটাতে লেখা!

 

সাতসকালেই সাত-সতেরো
বয়ান হলো শুরু,
সাতের ঘরের নামতাটা
পড়তে দিলেন গুরু।

 

চার বছরি শিশু আমি
সাতের অতো বুঝি?
সাতগলাতে কান্না শুরু
খেলার পথ খুঁজি।

 

লেখাপড়া-গাঁয়ের শাসক
সাত খুনে পান মাপ,
পিঠে আমার কালশিটে দাগ
মানুষ গড়ার তাপ।

 

চার পেরিয়ে এখন আমি
মস্তো বড় সাত,
নিজে নিজেই গাইতে পারি
আসর বাজিমাত।

 

সাতনরি ঐ হারটি মায়ের
চুপটি করে নিয়ে,
সাতসমুদ্দুর-দূর অজানায়
নিরুদ্দেশ এক টিয়ে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ