সভ্যতার অন্তরালে
চলতে চলতে চড়াই- উৎরাই জীবনের পথে
ধ্বস নেমেছে সুখের শরীরে ,
ক্ষয় হয়ে গেছে অস্থি- মজ্জার
হাল ছাড়িনি শত প্রতিকূলতায়।
কর গুণে হিসাব করে ফেলেছি পা
পথ চলেছি তবু জনাকীর্ণ রাস্তা ধরে।
বিলোপ হয়েছে জানি প্রাচীন মূল্যবোধ।
মৃত যত মহাপুরুষের বাণী ;
কোথায় পবিত্র জেরুজালেম- মক্কা- মদিনা
কোথায় ধর্মের নিরাপদ বাস !
আততায়ীর হাতে মহামানবের
হয়েছে নিষ্ঠুর প্রাণনাশ।
দেখে আতঙ্ক জাগে আয়নার প্রতিবিম্ব
কি ভয়ঙ্কর মুখোশের আড়ালের মুখ,
অবহিত নিজেরাই স্বার্থপরের অক্টোপাসে বাঁধা
দুর্নিবার লোভই আমাদের গভীর অসুখ।