শীতের আগমনী বার্তা
দূর্বা দলে জমেছে শিশির দেখি সকাল সাঁঝে,
কমে গেছে রোদের বাহার শীত করে মাঝে মাঝে।
অলস আজ হয়েছে বড় পুব আকাশের রবি,
মাঠ ভর্তি রবিশস্যে দেখি গ্রাম বাংলার ছবি।
কাশ বনে আজ মলিনতা শান্ত নদীর জল
কুয়াশায় ভরা প্রকৃতিতে শিশির টলমল।
শীতের দিনে রোদ পোহাতে অনেক মজা হয়
ক্ষণে ক্ষণে বাড়ে বেলা তবুও স্নানে ভয়।
সকাল বেলা মধুর ঘুমে আলসেমি যে বাড়ে
মনোমুগ্ধ শীতের শোভা মন যে সবার কাড়ে।