Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্রোতের সাথে

নদীর পানি বাড়তে থাকে 
বর্ষা এলে দেশে, 
স্রোতের সাথে সব ভেসে যায় 
কিছুই থাকেনা শেষে ! 

 

ভিটেমাটি আর দালানকোঠা 
স্রোতের কাছে হেরে যায় সব, 
বৃদ্ধ কৃষকের চোখের পানি 
কিভাবে সহ্য করে মোর রব ? 

 

নদীর অহংকার আর গভীরতায় 
বিলীন হয়ে যায় অসহায়ের সুখ, 
চিরকাল শুধু তাদের বুকে 
টিকে থাকে অনন্ত দুখ ! 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ