তুমি বরং আকাশ হও
তুমি আকাশের মত হয়ে যাও, আকাশ হয়ে যাও।
আমি বিক্ষিপ্ত মেঘ হয়ে হয়ত কখনো উড়তে পারবো তোমার আকাশে।
কখনো দৃষ্টি নন্দন, কখনো শুভ্র নীল অথবা আপনার কালো মেঘ হব আমি।
সর্বত্র না হোক, কোথাও না কোথাও স্থান করে নেব নিশ্চয়ই,
তোর বুকে তোর আকাশের ঠিকানায়।
অনিচ্ছাসত্ত্বেও মাঝে মাঝে উড়ে যাব দূর থেকে দূরান্তরে।
হতে পারে, কখনো হিমালয়ের বাধা পেয়ে নিমিষেই দুমড়ে-মুচড়ে পড়ে যাব মাটিতে
অথবা যান্ত্রিক সভ্যতার বিষাক্ত বাতাসে আমার জীবন ভরে উঠবে বিষাক্ত কালিমায়ে।
তবুও তো কিছুক্ষণ শরতের মেঘ হয়ে উঠতে পারব তোমার আকাশে।
যখন তোমার আশীর্বাদে কোন এক বিশুদ্ধ কবি নির্দ্বিধায় ক্যাপশনে রাখবে আমাকে
অথবা সে সময় যখন কাশফুল গুলো দুলবে শরতের মৃদু হাওয়ায়,
আমি মেঘ হয়ে তাদেরকে সঙ্গে দিব প্রত্যেক প্রান্তে।
যেখানে তুমি নেই অথবা তোমার অস্তিত্ব নেই, তার বাইরে কখনোই যাবো না।
তুই বরং আকাশ হও, আমি সে আকাশের বুকে এক চিলতে মেঘ হয়ে বাঁচতে চাই।