Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিউনিসিয়ার ৭৫ বছর বয়সী এক নারী জেলে

একজন নারী একজন মা, মেয়ে  কিংবা বোন এই সব দায়িত্ব খুব সহজেই পালন করতে পারেন। ক্লান্তি আসে না কখনও পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে। অনেক সময় বলা হয় নারীরা শুধুমাত্র ঘরের কাজেই পারদর্শী হয়। সত্যিই কি তাই?

 

একজন নারী ঘরের কাজের পাশাপাশি বাইরের কাজেও পারদর্শী। নারী পারে না এমন কাজ নেই। একজন নারী যেমন একজন মা ঠিক তেমনি একজন শিক্ষকও। 

 

ঠিক সেরকমই পেশায় একজন জেলে এমন এক নারী হলেন জোহরা ট্রাবেলসি। তিনি তিউনিসিয়ায় বসবাস করেন। তার বয়স ৭৫ বছর। বয়স যে কখনও কাজের বাধা হয় না তার ই উজ্জ্বল দৃষ্টান্ত এই নারী। তিনি এখনও দৈনিক ভোর ৪ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৮ ঘণ্টা বহু-মধ্যসাগরের তিউনিসিয়ার উপকূলে মাছ ধরেন।

 

বাবার হাত ধরে যে কাজের সূচনা হয় আজ সে কাজ স্বামী এবং ছেলের সাথে করা হয়। জোহরা ট্রাবেলসি যে শুধু মাছ ধরেন তা নয়। সেই মাছ বাজারে নিয়ে বিক্রিও নিজেই করেন তিনি। 

 

তিনি প্রায় ছয় দশক থেকে জেলের পেশায় যুক্ত আছেন। এখন চাইলেই অবসরে যেতে পারেন এই নারী কিন্তু নিজের পেশার সাথে এতোটাই জরিয়ে গেছেন যে কোন বার্ধক্যই তাকে আটকে রাখতে পারে না। হাজার অসুস্থতার মধ্যেও সে কাজে আসবেই। নিজের কাজকে এতোটাই ভালোবেসে ফেলেছেন এই নারী যে কাজ ছাড়া থাকতেই পারেন না তিনি। 

 

জোহরা ট্রাবেলসি নিজের সব সুখ দুঃখ ভুলে যান সমুদ্রে মাছ ধরার মধ্যদিয়ে। করোনা কালীন সময়ে নানান প্রতিকূলতার মাঝেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিয়মিত মাছ ধরে যাচ্ছেন এই জেলে নারী।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ