ঝিঙেফুল
একটা ফড়িং নাচে দেখোঝিঙে ফুলের ডালে;রঙবেরঙের প্রজাপ্রতিপায়রা টিনের চালে!ঘুঘুর ডাকে ছন্নছাড়াভরদুপুরের বেলা,চৈত্রের রোদে বটের ছায়ায়চাষী করে হেলা।রাখাল ছেলে বাজায় বাঁশিউদাস করা সুরে;সোনামণি’র নৃত্য দেখেপ্রাণটা সবার জুড়ে!পরীর মতো সাজ ধরেছেছোট্ট দুটি ডানা,ওই আকাশে উড়ে যাবেশুনবে...