Skip to content

৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ, তোমার কাছে চিঠি

মুক্তিযুদ্ধ তোমার কাছে পাঠালাম একটা চিঠি
এখন তো উন্নত পৃথিবী, উন্নত দেশ
রঙিন রঙিন স্বপ্নের ফোয়ারা ছুটছে চারদিকে
সকলে নিজের নিজের উন্নতির জন্য
দেশের প্রান্তে প্রান্তে শুধু উন্নয়নের বাণী

মুক্তিযুদ্ধ তোমার কাছে পাঠালাম একটা চিঠি
এখন তো প্রায় সবকিছুই ভুলে যাওয়া ইতিহাস
যারা দেশের জন্য লড়াই করেছ
যারা দেশের জন্য প্রাণ দিয়েছ
বেঁচে থেকেও কেউ কেউ চিরতরে
না-বেঁচে থাকার মতো পঙ্গু হয়ে গেছ

মুক্তিযুদ্ধ তোমার কাছে পাঠালাম একটা চিঠি
আমার রক্ত দিয়ে ফোটা গোলাপ
মুক্তির সূর্যের আলোতে আভা ছড়িয়ে রেখো
আমার কান্না দিয়ে সিক্ত বিবেক
মা তোমার চরণ ধুয়ে দেব বলে

মুক্তিযুদ্ধ তোমার কাছে পাঠালাম একটা চিঠি
যে তিরিশ লক্ষ বাঙালি রক্ত দিয়েছে
তাদের রক্তের গান পাখিদের কণ্ঠে কণ্ঠে ফুটুক
প্রতিদিন যে সূর্য উঠছে, সূর্য উঠবে
তাদের কথা ভেবে উঠুক

মুক্তিযুদ্ধ তোমার কাছে পাঠালাম একটা চিঠি
দেশমাতৃকাকে ভালো রেখো
সামনে এখন পথের পর খোলা পথ
কিন্তু একদিন, শেষ না-হওয়া এই কঠিন যন্ত্রণার পথ
পেরুতে পেরুতে, আর পেরে না উঠে
কত না মানুষ রাস্তায় মরে গেছে

মুক্তিযুদ্ধ তুমি লক্ষ লক্ষ উদ্বাস্তুদের ভোলো না

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ