Skip to content

৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিঙেফুল

একটা ফড়িং নাচে দেখো
ঝিঙে ফুলের ডালে;
রঙবেরঙের প্রজাপ্রতি
পায়রা টিনের চালে!

ঘুঘুর ডাকে ছন্নছাড়া
ভরদুপুরের বেলা,
চৈত্রের রোদে বটের ছায়ায়
চাষী করে হেলা।

রাখাল ছেলে বাজায় বাঁশি
উদাস করা সুরে;
সোনামণি’র নৃত্য দেখে
প্রাণটা সবার জুড়ে!

পরীর মতো সাজ ধরেছে
ছোট্ট দুটি ডানা,
ওই আকাশে উড়ে যাবে
শুনবে নাকো মানা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ