Skip to content

২২শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মানবতা কোথায়

শিক্ষক হলেন জ্ঞানের প্রদীপ
অজ্ঞতার ঐ আলো,
জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে সে
দূর করে সব কালো।

সুশিক্ষায় আজ ধুণ ধরেছে
দেখছি দেশের মাঝে,
আদব কায়দা ভুলে ছাত্র
কর্ম করছে বাজে।

পাল্টে গেল যুগ-জামানা
এ কী হলো শুরু,
ভাবতে আমার অবাক লাগে
ছাত্র মারে গুরু।

শিক্ষা গুরুর মান-মর্যাদা
পিতা মাতার পরে
অসভ্য সব ছাত্রগুলো
ক্যামনে এসব করে।

দেশের মাঝে এমন খবর
শুনে লাজে মরি,
করুণ চিত্র তুলে ধরতে
কলম হাতে ধরি।

মানবতা কোথায় গেলো
প্রশ্ন জাগে মনে,
জেগে উঠুন বিবেকধারী
নৈতিকতার সনে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ