বাংলার নেটিজেনদের মুখে ২০২৪-এর সেরা ১০ ভাইরাল উক্তি
২০২৪ সাল নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে নেটদুনিয়ায় ভাইরাল হওয়া কিছু ডায়ালগের জন্য। এই বছর ভাইরাল ভিডিও এবং সেখান থেকে উঠে আসা কিছু মজার ডায়ালগ নেটিজেনদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এসব ডায়ালগ শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকেনি; সাধারণ মানুষের মুখেও ঘুরে বেড়িয়েছে।
বছরের শুরু থেকে শেষ পর্যন্ত নেটিজেনদের আলোচনায় থাকা ১০টি ভাইরাল ডায়ালগ নিয়ে আজকের আয়োজন। এগুলো সারা বছরই জনপ্রিয়তার শীর্ষে ছিল এবং বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ সালের আলোচিত সেই ফানি ডায়ালগগুলো—
মুরুব্বি ডায়ালগ
মাওলানা মোস্তাক ফয়েজীর একটি ওয়াজ মাহফিলের ভিডিও থেকে “মুরুব্বি, উহু উহু। এই সোনামণি, বসো” ডায়ালগটি ভাইরাল হয়। নেটিজেনরা এটি নিয়ে মজার মিম এবং ভিডিও তৈরি করেছেন।
হাউন আংকেল ডায়ালগ
সিমরিন লুবাবার একটি সাক্ষাৎকারে ডিবি প্রধান হারুণকে “হাউন” উচ্চারণ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর আগে তার “কেন্দে দিয়েছি” ডায়ালগও নেটিজেনদের মধ্যে ট্রেন্ড করেছিল।
এই ওয়েট ওয়েট
কোটা আন্দোলনের সময় ফারজানা সিঁথির একটি বাক-বিতণ্ডার ভিডিওতে তার “এই ওয়েট ওয়েট, ইটস মাই টার্ন” ডায়ালগ জনপ্রিয় হয়। এটি টিকটক ভিডিওতেও ব্যাপক ব্যবহার হয়েছে।
শেখ হাসিনা পালায় না
আন্দোলনের সময়কার এই ডায়ালগটি নেটিজেনদের আলোচনার শীর্ষে ছিল, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাসঙ্গিকতায়।
পালাব না, কোথায় পালাবো
ওবায়দুল কাদেরের “পালাব না, কোথায় পালাবো” ডায়ালগটি নেটপাড়ায় ভাইরাল হয়। এটি ছাড়াও তার আরও কিছু উক্তি সারা বছর মজার ট্রেন্ড হিসেবে রয়ে গেছে।
এই মেয়ে চুপ করো
খালেদা জিয়ার একটি বক্তব্যের ভিডিও থেকে “এই মেয়ে চুপ করো” ডায়ালগটি জনপ্রিয় হয়। এটি টিকটকারদের অন্যতম পছন্দের ডায়ালগে পরিণত হয়।
প্লিজ আমাকে ক্ষমা করে দেও
এক শিশুর আবেগী কথার ভিডিও থেকে “প্লিজ আমাকে ক্ষমা করে দেও” ডায়ালগটি ভাইরাল হয়। এটি নিয়ে গান এবং নাচের ভিডিওও তৈরি হয়।
আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি
চট্টগ্রামের একটি হত্যাকাণ্ডে অভিযুক্ত আনার কলির এই স্বীকারোক্তি বছরের সবচেয়ে আলোচিত ডায়ালগগুলোর একটি।
নাইস অ্যান্ড এট্রাক্টিভ
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের একটি মন্তব্য, যেখানে তিনি একটি ছবির নিচে “নাইস অ্যান্ড এট্রাক্টিভ” লেখেন, সোশ্যাল মিডিয়ায় মজার ট্রেন্ড হয়ে ওঠে।
আপনি রাবিশ কথা বলবেন না
মেট্রো টু দ্য পয়েন্ট অনুষ্ঠানের এক মুহূর্ত থেকে এই ডায়ালগটি ভাইরাল হয়। এতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী এবং উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর বাকবিতণ্ডা দেখেই নেটিজেনরা এটি মজার আলোচনার বিষয় বানায়।
এছাড়াও “নাটক কম করো পিও,” “সিঙ্গেল সিঙ্গেল আমি সিঙ্গেল” এবং “স্বজন হারানোর বেদনা”সহ আরও অনেক ডায়ালগ ছিল নেটিজেনদের পছন্দের তালিকায়। ২০২৪ সাল এভাবেই ভাইরাল ডায়ালগের মাধ্যমে বিনোদনে ভরপুর ছিল।