চড়ুইভাতি

ছবিঃ সংগৃহীত
মনে পড়ে শিশুকালের
চড়ুইভাতি খেলা,
মনের সুখে নেচে গেয়ে
বসতো খুশির মেলা।
যা যা লাগে করতাম রাজি
মাকে চুমু দিয়ে,
লাকড়ি নিলে বলতো দাদি
তোর কি আজকে বিয়ে?
কলাপাতায় ঘর বানাতাম
কঞ্চি রশি আনি,
একটুখানি বৃষ্টি হলেই
জমতো সেথায় পানি।
কেউ’বা কুটতো কেউ’বা রাঁধতো
যে যত’টা জানে,
কচুর পাতা মাথায় নিয়ে
কেউ’বা মজতো গানে।
আধ-গোসলে নিতাম খেয়ে
পাতার পাতে বসে,
কে কতবার ভাত নিয়েছে
রাখতাম হিসাব কষে।
সেসব এখন মধুর স্মৃতি
আসবে না আর ফিরে,
খবর পেলে এসো বন্ধু
আমার বিদায় নীড়ে।
অনন্যা/জেএজে