সদাগর.কম পেলো ইক্যাবের ই-কমার্স মুভারস এওয়ার্ড
দেশীয় বি২বি হোলসেইল মার্কেটপ্লেস সদাগর.কমকে আজ ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ই-কমার্স মুভারস এওয়ার্ড প্রদান করা হয়।
এই স্বীকৃতি তুলে দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, সদাগর.কমের পক্ষে গ্রহন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আরিফ চৌধুরী।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ই-ক্যাব সেক্রেটারী আবদুল ওয়াহেদ তমাল৷
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ই-ক্যাব করোনাকালীন সময়ে অসামান্য অবদান রেখে ই-কমার্স সেক্টরকে এগিয়ে নেবার স্বীকৃতি হিসেবে ১২ জন ব্যক্তি ও ১০০ টি প্রতিষ্ঠানটি এই সম্মানে ভূষিত করলো।
সদাগর.কমের এমডি আরিফ চৌধুরী বলেন, "কাজের মাঝে এই অর্জন অনেক অনুপ্রেরণার। ই-ক্যাবকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সদাগর.কম সবসময় ইথিক্যাল বিজনেসের চর্চা করে