স্ত্রীর অভিযোগে স্বামীর সাজা, ছয় মাসের কারা/দণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় পারিবারিক নির্যাতন ও মাদক সেবনের অভিযোগে সজীব আহমেদ (৩০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সজীব আহমেদ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের নৌবারিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা নজরুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিলেন সজীব। নেশার টাকা জোগাড় করতে প্রায়শই স্ত্রী আকলিমা খাতুনের ওপর চালাতেন শারীরিক নির্যাতন। এমনকি কখনো কখনো নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে যেত যে, আকলিমা অসুস্থ হয়ে পড়তেন।
দীর্ঘদিনের সহ্যসীমা পেরিয়ে অবশেষে তিনি আইনের দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করেন ভাঙ্গুড়া থানায়।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ শনিবার অভিযানে নামে এবং সজীবকে নিজ বাড়িতে মাদক সেবনেরত অবস্থায় হাতেনাতে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্তকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “স্ত্রীর অভিযোগ পাওয়ার পরই দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তকে মাদক সেবনের সময় ধরা হয় এবং সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “পারিবারিক সহিংসতা ও মাদকের মতো অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যেই হোক, অপরাধে জড়িত থাকলে আইন তার নিজস্ব গতিতে চলবে।”