একটি সামাজিক মৃত্যু

নীতি আদর্শে লালিত যুবক
স্বেচ্ছায় নির্বাসিত একাকিত্বের আচ্ছাদনে,
সূর্যোদয় কিংবা সূর্যাস্ত মুহূর্তগুলো অতীত,
ভুলে গেছে অলিগলি, পাড়ার খেলার মাঠ,
সব নিয়ম এখন অনিয়মের কব্জায় বন্দি।
চরিত্রে অনাকাঙ্ক্ষিত সামাজিক ঘৃণা;
নষ্টদের তকমা লাগায় কলঙ্কিত সভ্যতা,
অবিশ্বাসের পাহাড়ে চাপা পড়ে বিশ্বাস,
অসহায় যুবকের দমবন্ধ দীর্ঘশ্বাস।
অবশেষে উপহার একটি সামাজিক মৃত্যু।